
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ছাগলের টোপে খাঁচাবন্দি কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার।স্বস্তি ফিরলো কুলতলির মৈপীঠের নগেনাবাদে। মঙ্গলবার ভোর ৩টা ৩২মিনিট নাগাদ খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তর সূএে খবর, এলাকায় সবজিক্ষেতের মধ্যে ২টি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। সেই টোপ গিলেই খাঁচায় ধরা দেয় সে। ডিএফও নিশা গোস্বামী বলেন, বাঘটি একটি পুরুষ বাঘ, বয়স ১০ বছর আনুমানিক। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। সে সুস্থ থাকলে, ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। ঠিক কী কারণে বাঘটি লোকালয়ে চলে এল? সে প্রসঙ্গে ডি এফ ও বলেন, এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় এক জায়গায় বাঘের সংখ্যা বেশি হয়ে গেলে, ওরা লোকালয়ে চলে আসে। আবার অনেক সময় জঙ্গলের ভিতর মারামারি করে তাঁরা লোকালয়ে চলে আসে।
তবে এই বাঘটি ধরা পড়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এলাকায় মাঝেমাঝেই বাঘ দেখা যায়। তবে এর আগে এভাবে পুরোপুরি লোকালয়ে চলে আসতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই রবিবার থেকে এলাকায় আতঙ্ক বেড়েছিল কয়েকগুন। রাতের ঘুম উড়ে গিয়েছিল সাধারণ মানুষের। বাঘ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় এলাকায়।
রবিবার বিকেলে রাজকুমার সাঁপুই নামে স্থানীয় এক যুবক, মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্মশানঘাটের কাছে প্রথম বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। গ্রামে ফিরে তিনি সকলকে সেই কথা জানান। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। অবিলম্বে খবর দেওয়া হয় বনদপ্তরে ও স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন বন দপ্তরের কর্মীরা ও মৈপীঠ উপকূল থানার পুলিশ। বাঘটি যাতে রাতের অন্ধকারে কোনও ভাবে গ্রামের ভিতরে ঢুকে না পড়ে, তাঁর জন্য রবিবার রাতেই ব্যবস্থা নেওয়া হয়। নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে, গ্রাম-লাগোয়া জঙ্গল বরাবর নাইলনের জাল লাগানো হয়। এর ফলে রাতে গ্রামে ঢুকতে পারেনি বাঘটি।
তবে সোমবার সকালে জানা গিয়েছিল বন দপ্তরের লাগানো ওই জালের আশপাশেই কোথাও রয়েছে বাঘটি। সেই মতো তাকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যরা যখন বাঘটিকে বন্দি করার জন্য ফাঁদ পাতছিলেন, সেই সময়ই সেই দলের অন্যতম সদস্য গণেশ শ্যামলকে আক্রমণ করেছিল বাঘটি। কামড় বসিয়েছিল তাঁর ঘাড়ে। ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর একটি চোখ। বর্তমানে তিনি চিকিৎসাধীন কলকাতার পি জি হাসপাতালে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী